Immortality for Humans | Human Future in Science
মানব
দেহই মানব সভ্যতার সবচেয়ে বড়ো শত্রু । বিজ্ঞানের অগ্রযাত্রায়
মানবদেহের সামগ্রিক
জটিলতা এক বিরাট বাধা । মানব
মস্তিষ্কের বুদ্ধিবৃত্তি মানুষের মৃত্যুর সাথে সাথেই অকেজো হয়ে পড়ে । এটা মানব সভ্যতার এক বিরাট
অপচয় । এ অপচয় রোধ করার জন্য
বিজ্ঞান এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য ভুমিকাই রাখতে পারেনি । আমরা সব কিছুই
মডিফাই করি । একখন্ড
হিরক পাথর ততটা মুল্যবান হয়ে উঠেনা যতক্ষন না এটাকে অসংখ্য তল বিশিষ্ট আকৃতি দেওয়া না হয় । এখন সময় এসেছে নতুন করে
ভাবনা চিন্তা করার । মানব
শরির থেকে মানব মস্তিষ্ক বেশি গুরত্বপূর্ণ । মানব মস্তিষ্ককে নতুন মাত্রা দিতে হবে । এই বিষয়টা নিয়ে বিজ্ঞানকে এগিয়ে
আসতে হবে ।
ভবিষ্যত পৃথিবীর বিজ্ঞান অগ্রযাত্রায় মানব দেহটাই সবচেয়ে বড়ো
বাধা
হয়ে দাড়াবে । এই বস্তুটাকে ঝেড়ে ফেলতে না পারলে
বিশ্বভ্রম্মান্ড রহস্য সেই থিউরীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে । এটা একটা ফেক্ট ! আসলে মানব দেহের একটি পরিবর্তন
প্রয়োজন । প্রকৃতি যতটুকু করে দিয়েছে , বাকিটুকু মানুষের করতে হবে । একটা মিউটেশন সম্ভাব্য হয়ে উঠছে মানব দেহটার জন্যে । এই বাতিল জিনিস আর কত বয়ে বেড়াতে হবে । প্রকৃতি মানব দেহে সয়ংসম্পুর্ণ করে তৈরি করেনি । আসলে কোনো বস্তই সয়ংসম্পুর্ণ নয় । সেই কাজটা সাবজেক্ট নিজেই নিজেরটা করে নিতে হয় । মানষকে খাদ্যগ্রহণ করতে হয় । এবং এই কাজটার জন্য মানব জাতির মুষ্টিমেয় সময়
ব্যয়
করতে হয় । তার পর আসে পয়ঃ নিষ্কাসন । এটাও মানব জাতির অগ্রগতির আরেকটা অন্তরায় । সেক্সের মতো কাজে আমরা জীবনের অনেকটা সময় ব্যয়
করি,নানান আয়োজন করে তবেই না সেক্স । কিন্তু বিষয়টা শুধুমাত্র মস্তিষ্কের একটা তাড়না
বই
কিছু নয় । এর জন্য উন্মাদ হয়ে ধর্ষন খুন ব্যাভীচারে লিপ্ত
হয়ে পড়ি । মহাকাশ যুগে প্রবেশ করার জন্য এই দেহটাকে অবশ্যই Overwhelming কিছু একটা ঘটিয়ে নিতে হবে ।
বিঃদ্রঃ মানবকেই ঈশ্বর হয়ে
উঠতে হবে । আমাদের
গন্তব্য যে সেটাই !
No comments:
Post a Comment