Pages

Immortality for Humans | Human Future in Science

Human Future in Science

মানব দেহই মানব সভ্যতার সবচেয়ে বড়ো শত্রু বিজ্ঞানের অগ্রযাত্রায় মানবদেহের সামগ্রিক জটিলতা এক বিরাট বাধা মানব মস্তিষ্কের বুদ্ধিবৃত্তি মানুষের মৃত্যুর সাথে সাথেই অকেজো হয়ে পড়ে এটা মানব সভ্যতার এক বিরাট অপচয় অপচয় রোধ করার জন্য বিজ্ঞান এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য ভুমিকাই রাখতে পারেনি আমরা সব কিছুই মডিফাই করি একখন্ড হিরক পাথর ততটা মুল্যবান হয়ে উঠেনা যতক্ষন না এটাকে অসংখ্য তল বিশিষ্ট আকৃতি দেওয়া না হয় এখন সময় এসেছে নতুন করে ভাবনা চিন্তা করার মানব শরির থেকে মানব মস্তিষ্ক বেশি গুরত্বপূর্ণ মানব মস্তিষ্ককে নতুন মাত্রা দিতে হবে এই বিষয়টা নিয়ে বিজ্ঞানকে এগিয়ে আসতে হবে

ভবিষ্যত পৃথিবীর বিজ্ঞান অগ্রযাত্রায় মানব দেহটাই সবচেয়ে বড়ো বাধা হয়ে দাড়াবে এই বস্তুটাকে ঝেড়ে ফেলতে না পারলে বিশ্বভ্রম্মান্ড রহস্য সেই থিউরীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটা একটা ফেক্ট ! আসলে মানব দেহের একটি পরিবর্তন প্রয়োজন প্রকৃতি যতটুকু করে দিয়েছে , বাকিটুকু মানুষের করতে হবে একটা মিউটেশন সম্ভাব্য হয়ে উঠছে মানব দেহটার জন্যে এই বাতিল জিনিস আর কত বয়ে বেড়াতে হবে প্রকৃতি মানব দেহে সয়ংসম্পুর্ণ করে তৈরি করেনি আসলে কোনো বস্তই সয়ংসম্পুর্ণ নয় সেই কাজটা সাবজেক্ট নিজেই নিজেরটা করে নিতে হয় মানষকে খাদ্যগ্রহণ করতে হয় এবং এই কাজটার জন্য মানব জাতির মুষ্টিমেয় সময় ব্যয় করতে হয় তার পর আসে পয়ঃ নিষ্কাসন এটাও মানব জাতির অগ্রগতির আরেকটা অন্তরায় সেক্সের মতো কাজে আমরা জীবনের অনেকটা সময় ব্যয় করি,নানান আয়োজন করে তবেই না সেক্স কিন্তু বিষয়টা শুধুমাত্র মস্তিষ্কের একটা তাড়না বই কিছু নয় এর জন্য উন্মাদ হয়ে ধর্ষন খুন ব্যাভীচারে লিপ্ত হয়ে পড়ি মহাকাশ যুগে প্রবেশ করার জন্য এই দেহটাকে অবশ্যই Overwhelming কিছু একটা ঘটিয়ে নিতে হবে

বিঃদ্রঃ মানবকেই ঈশ্বর হয়ে উঠতে হবে আমাদের গন্তব্য যে সেটাই !
 

 
# কৃতজ্ঞতা স্বীকার ও ছবি সংগ্রহ: এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment