Pages

There is Doesn't God Exist

বিশ্বভ্রহ্মান্ডের সর্বমাত্রার মহাশক্তিধর মহাজ্ঞানী “মহাশুন্য” তথাকথিত কোনো আল্লাহ , ভগবান , ঈশ্বর নয় । তারা এক ও নয়, বহু ও নয় । তারা কোনো বিশ্ববাণী কিংবা ঐশী বানী প্রেরণ করে নাই । কোনো ঐশী প্রাণও প্রেরণ করে নাই । তারা শ্রদ্ধেয় নয় , পুজনিয় ও নয়, তারা দয়াময়ও নয় , ক্রোধপরায়ন ও নয় । তাদের ইচ্ছা নেই অনিচ্ছাও নেই । তারা অতিতে নেই বর্তমানে নেই এমনকি ভবিষ্যতেও নেই । মহাকাল অনন্ত মহাশূন্যই তাদের অস্তিত্ব । তারা শূন্য । শূন্য দ্বারাই শূন্য অবলোকন করা যায় । আপনার ভেতরে অনন্ত অসীম শূন্যতা দিয়ে তাদের অনুভব করুন । বিজ্ঞান বা বিশেষ কোনো জ্ঞান দ্বারা অবলোকন করার প্রযুক্তি একদিন হয়ত আবিষ্কার হবে , সেদিন সকল মিথ্যা কাল্পনিক ধর্ম বিলীন হবে।

No comments:

Post a Comment