Human Future in Science ! It is an old thinking. Human determine the structure of a weak organic ! It is terribly fragile. We want freedom from this fragility. The old science of meditation can not be out of ideas. Some of the information in our databases and in this blog we adjust our thinking of taking. You're invited in our "Human Future in Science".
মানবদেহই মানব সভ্যতার সবচেয়ে বড়ো শত্রু । বিজ্ঞানের অগ্রযাত্রায়
মানবদেহেরসামগ্রিক
জটিলতা এক বিরাট বাধা । মানব
মস্তিষ্কের বুদ্ধিবৃত্তি মানুষেরমৃত্যুর সাথে সাথেই অকেজো হয়ে পড়ে । এটা মানব সভ্যতার এক বিরাট
অপচয় । এঅপচয় রোধ করার জন্য
বিজ্ঞান এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য ভুমিকাইরাখতে পারেনি । আমরা সব কিছুই
মডিফাই করি । একখন্ড
হিরক পাথর ততটা মুল্যবানহয়ে উঠেনা যতক্ষন না এটাকে অসংখ্য তল বিশিষ্ট আকৃতি দেওয়া না হয় । এখন সময়এসেছে নতুন করে
ভাবনা চিন্তা করার । মানব
শরির থেকে মানব মস্তিষ্ক বেশিগুরত্বপূর্ণ । মানব মস্তিষ্ককে নতুন মাত্রা দিতে হবে । এই বিষয়টা নিয়েবিজ্ঞানকে এগিয়ে
আসতে হবে ।
ভবিষ্যত পৃথিবীর বিজ্ঞান অগ্রযাত্রায় মানব দেহটাই সবচেয়ে বড়ো
বাধাহয়ে দাড়াবে । এই বস্তুটাকে ঝেড়ে ফেলতে না পারলে
বিশ্বভ্রম্মান্ড রহস্য সেইথিউরীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে ।এটা একটা ফেক্ট ! আসলে মানব দেহের একটি পরিবর্তন
প্রয়োজন । প্রকৃতিযতটুকু করে দিয়েছে , বাকিটুকু মানুষের করতে হবে । একটা মিউটেশন সম্ভাব্যহয়ে উঠছে মানব দেহটার জন্যে । এই বাতিল জিনিস আর কত বয়ে বেড়াতে হবে ।প্রকৃতি মানব দেহে সয়ংসম্পুর্ণ করে তৈরি করেনি । আসলে কোনো বস্তইসয়ংসম্পুর্ণ নয় । সেই কাজটা সাবজেক্ট নিজেই নিজেরটা করে নিতে হয় । মানষকেখাদ্যগ্রহণ করতে হয় । এবং এই কাজটার জন্য মানব জাতির মুষ্টিমেয় সময়
ব্যয়করতে হয় । তার পর আসে পয়ঃ নিষ্কাসন । এটাও মানব জাতির অগ্রগতির আরেকটাঅন্তরায় । সেক্সের মতো কাজে আমরা জীবনের অনেকটা সময় ব্যয়
করি,নানান আয়োজনকরে তবেই না সেক্স । কিন্তু বিষয়টা শুধুমাত্র মস্তিষ্কের একটা তাড়না
বইকিছু নয় । এর জন্য উন্মাদ হয়ে ধর্ষন খুন ব্যাভীচারে লিপ্ত
হয়ে পড়ি । মহাকাশযুগে প্রবেশ করার জন্য এই দেহটাকে অবশ্যই Overwhelming কিছু একটা ঘটিয়েনিতে হবে ।
বিঃদ্রঃ মানবকেই ঈশ্বর হয়ে
উঠতে হবে । আমাদের
গন্তব্য যে সেটাই !
No comments:
Post a Comment