Pages

Modern Civilizations Does Need Religion ?


আধুনিক সভ্যতায় ধর্ম কি প্রয়োজন?

ধর্মের(Religion) প্রয়োজন প্রয়োগ এবং পালন এটা করার ফলে সৃষ্টিকর্তার(God) লাভ কি ? পশুপাখি কিট পতঙ্গ স্থলজ(Terrestrial) ও জলজ(Aquatic) প্রাণীকুলের(Fauna) মধ্যে অনেক প্রাণী আছে যারা তাদের সমাজ কিংবা দলবদ্ধ হয়ে বসবাস করে । সেসব
প্রাণীকুল(Fauna) সহজাত প্রবৃত্তি(Instinct) দ্বারাই চালিত হয় । মানব প্রজাতিও সহজাত প্রবৃত্তির বশেই চালিত । তার আবেগ ভয়-ভিতি(Scare) অলীক-কল্পনা(Mythical Imagination) ক্রোধ হিংসা ভালবাসা বোধ-শক্তি সবই সেই সহজাত প্রবৃত্তি(Instinct)। ধর্ম শুধুমাত্র সেই সহজাত প্রবৃত্তিরই একটি নিঃসরণ মাত্র । যার উপযোগিতা আধুনিক সভ্য সমাজে মানবতার(Humanity) বিরুদ্ধে একটি বিরাট অন্তরায়(Obstacle) ব্যতিত কিছুই নয় । হয় আপনি সকল ধর্ম পালন করুন নয়ত কোনো ধর্মই নয় । ধর্মগুলি মানব কল্যাণের কথাই বলছে মেনে নিলাম । তাহলে এক ধর্ম আরেক ধর্মের উপর প্রলুব্ধ(Tempted) করার মানসিকতা চাপিয়ে দেওয়া কেন ? মাতৃগর্ভ থেকে কেউ ধর্ম নিয়ে আসে না । ধর্ম এক নোংরা প্রতিযোগিতা ছাড়া আর কোনো কিছু কি প্রতিয়মান হয় ? এক ধর্ম অন্য ধর্ম থেকে শ্রেষ্ঠতার লড়াইয়ে আত্মম্ভরিতার(Egotism) প্রতিযোগিতা থেকে একটা পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণে রক্তপাতের প্রয়োজন হয়ে পড়ে । অতিবুদ্ধিমান কোনো অস্তিত্ব যদি সমস্ত ধর্মের চালিকা শক্তি হয়ে থাকে তাহলে সেই বুদ্ধিমান অস্তিত্বের প্রয়োজন পড়ে না তার অস্তিত্ব প্রমাণের জন্য কোনো বিভিন্ন অসঙ্গতি(Contradiction) নিয়মের অবকাঠামোর অভ্যন্তরে প্রবেশ করার । আর বর্তমান বিজ্ঞান(Science) এটা প্রমাণে খুবই সফল যে, ধর্ম বই গুলি আদতেই বিভিন্ন অসামঞ্জস্যতায়(Incompatibility) পূর্ণ । যা কিনা প্রমাণ করে প্রাচিন কালের অজ্ঞানতাকেই(Ignorance) ।
কৃতজ্ঞতা স্বীকার: Does science need religion?

1 comment:

  1. আধুনিক সভ্যতায় ধর্মের কোনো প্রয়োজন নেই । I agree

    ReplyDelete