
এই কারণে ধর্ম-কারীরা(Fanatic)আমাকে কোন ফতোয়া দিতে চাইবে ? কিন্তু এই চিন্তা
ভাবনায়(Thoughts) মানুষ হিসেবে আমার পূর্ণ স্বাধীনতা(Independency) আছে আমি মনে করি । আমার মস্তিষ্কের(Wisdom) এই অনুভুতিকে(Feelings) কোন কাঠগড়ায়(Court of Justice)
দাড় করাবে ধর্মকারীরা(Fanatic) ? আমি ঈশ্বর বলে কোনো অতিবুদ্ধিমান(Super Intelligence) কোনো অস্তিত্ব(Entity) আছে
মেনেই নিলাম, কিন্তু আমার বুদ্ধিমত্তা(Sagacity)তখনই এসে বাধা(Obstacle) দেয় কোনো
অতিবুদ্ধিমান(Super Intelligence) অস্তিত্ব(Entity) ধর্মগ্রন্থ(Scripture)
অনুযায়ী আবেগপ্রবণতার কাঠামোতে প্রবেশ করবে কেনো ? তার অস্তিত্ব প্রকাশে
বুদ্ধিমত্তার একটা সমীকরণ(Equation) থাকবে, যার মধ্যে বিজ্ঞানের
যুক্তিকতা(Science reasoning) প্রকট(Evident) হবে, আবেগের(Passion) মতো
স্থুল(Vulgar)কোনো বিষয় যেটা ধর্মমতে(Creed) প্রকট(Evident) হচ্ছে তার
গ্রহণযোগ্যতা(Acceptance) থাকবে কেনো ? আর বিজ্ঞান(Science) যেভাবে এগিয়ে এসেছে(Progress) ধর্ম গ্রন্থগুলো(Scripture) ততটাই(so much as) পিছিয়েছে(Retreat)। ধর্ম
গ্রন্থগুলো(Scripture) আজ প্রমাণীত(Proven) ভ্রান্ত আবেগ(Erroneous passion) বিষয়ক
মতবাদে(Theory) । যেখানে স্থুল(Vulgar) চিন্তা ভাবনারই(Thoughts) প্রকাশ ঘটেছে । কোনো
অতিবুদ্ধিমান(Super Intelligence) সমীকরণের(Equation) প্রকাশ ঘটেনি ।
ধর্মগ্রন্থকে(Scripture) বিজ্ঞান মেনে নেওয়ার মতো কারণ নাই কোনো, বিজ্ঞান অলৌকিকে(Miraculous) চলে না, যেটা ধর্মগ্রন্থের প্রধান হাতিয়ার(There is nothing reason to accept any of the scriptures, miraculous, that's not science, that the Scriptures reason) । অলৌকিক(Miraculous) উপলব্ধি(Impeachment) বিজ্ঞান দ্বারা প্রমাণ করা হোক(Proved by science) ! পাগলের প্রলাপ(Mad delirium) বিংশ-শতাব্দীতে(Twentieth Century) প্রমাণ করে দেখিয়ে দিক তার সুত্র নির্ভুল(Show evidence of the accuracy of the references), ধর্ম তার সমীকরণে সঠিক(Ascertain the Equation of the Religion, if that is Truth) ! তাহলেই তো ল্যাঠা চুকে যায় ! ধর্মের কোন বাণীতে বলা হয়েছে ঈশ্বর কোন প্রাণীর গোত্রে পড়ে ? ? প্রাণহীন অথবা প্রাণবিহীন(God is an animal or not), জীবনযুক্ত অথবা জীবন মুক্ত, অস্তিত্বহীন অথবা অস্তিত্বযুক্ত(Exist or Does not exist), দৃষ্টিহীন অথবা দৃষ্টিযুক্ত, পদার্থ অথবা অপদার্থ(Substance or incompetent), জৈব অথবা অজৈব(Organic or inorganic), রাসায়নিক অথবা অ-রাসায়নিক(Chemical or non - chemical), হস্তহীন অথবা হস্তযুক্ত, বুদ্ধিহীন অথবা বুদ্ধিযুক্ত(Thick or intelligence), মস্তিষ্কহীন অথবা মস্তিষ্কযুক্ত(Brainless or brain), অবশ্যই একটা সমীকরণে আসতে তো হবে(Will come to any kind of equation), নাকি চেতনার বাইরের কোনো শক্তি ? তাহলে চেতনার ভেতরে প্রবেশ করার ক্ষমতা সেই বস্তুর কিভাবে আসে ? যদি আসেই, সেই বস্তুর সার্থকতা সৃষ্টিশীলতায় নাকি বিশৃঙ্খলতায় ? হাজার হাজার ধর্ম মানেই তো বিশৃঙ্খলতা । বুদ্ধিযুক্ত হলে ইসলামই যে সঠিক ধর্ম তার কোন বুদ্ধিমত্তার মাপকাঠি এর পরিচায়ক? সুতরাং ছাগু সম্প্রদায়কে ছাগু বললে তার অনুভুতির তিব্রতায় জ্ঞানবুদ্ধি বিবেক হারিয়ে পাঠায় পরিণত হয়ে গুতোতে তেড়ে আসে ! মুক্তচিন্তা তাদের অনুভুতির জন্য সত্যিই বিপজ্জনক ! মুক্তচিন্তাকে হত্যা করো, সেই ছাগু সম্প্রদায়ের কাল্পনিক হিজরা ঈশ্বরের কঠোর নির্দেশ !
Unfinished yet:
We provide small scale business ideas as well as how to start work from home. Low investment business ideas with their manufacturing process.
ReplyDeletelink text